311 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 7
শুনেছি এগুলো নাকি খেতে নেই ।

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 8
তামাক দিয়ে ধূমপান (বিড়ি, সিগারেট), চাবানো (জর্দা) এবং নাক দিয়ে গ্রহন করা হারাম, এটি খুব ক্ষতি সাধন করে এবং সাধারন ভাবে এটিকে খারাপ বস্তুদের অন্তর্ভুক্ত বলে ধরা হয়। যদিও ধূমপান অথবা নাক দিয়ে তামাক গ্রহন করা নির্দিষ্ট ভাবে কুরআন বা সুন্নাতে উল্লেখ নেই, এটি অন্তর্ভুক্ত আছে সাধারন প্রমানে, যা নিষিদ্ধ করে কোন প্রকার (বস্তু) যা হারাম হয় এবং যা ক্ষতিকর। মহান আল্লাহ্‌, রাসূল (সা:) –কে ব্যাখ্যা করছেন এবং বলছেন:

তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকর্ম থেকে; তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম…[সূরা: ৭, আয়াত: ১৫৭]

আল্লাহ্‌ আরও বলেছেন:
নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না…[সূরা: ২, আয়াত: ১৯৫]

রাসূল (সা:) আরও বলেছেন:
তাতে না থাকবে কোন ক্ষতি, না কোন পরস্পর ক্ষতিকর বিষয়…[ইবনে মাজাহ্‌, মুসনাদে আহম্মদ]

Medically প্রমান হয়েছে যে ধূমপান ক্ষতিকর, সুতরাং এটি হারাম। উপরন্তু তামাকে অর্থ নষ্ট করা নিষিদ্ধ, আল্লাহ্‌ বলছেন:

কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ…[সূরা: ১৭, আয়াত: ২৬-২৭]
করেছেন Level 7
জর্দার কথা কোথাও উল্লেখ আছে?
করেছেন Level 8
জর্দা খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। ইসলামে সকল ক্ষতিকর জিনিস হারাম করা হয়েছে।   
করেছেন Level 7
ফারহান ভাই আপনি ঠিক বলেছেন। জর্দা হল নেশাজাতীয় একটি উপাদান আর ইসলাম নেশাজাতীয় কিছু খাওয়া হারাম করেছে , যেহেতু এটি ক্ষতিকর। ধন্যবাদ আপনাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

3 টি উত্তর
1 উত্তর
17 সেপ্টেম্বর 2022 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ফারহান Level 8
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...