406 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 1
সেলাই ছিরে গেছে একটু করে কি করব সহবাস করলে ছিড়ে যাবে আমি ১বছর সহবাস করিনি
করেছেন Level 1
+1
আপনার বর্ননা অনুযায়ী কিছুই বোঝা যাচ্ছে না। তবে যদি সেলাই ছিরে গিয়ে থাকে তবে ওখানে ইনফেকশন বা রক্ত পড়া বা পুঁজ বের হওয়া বা যোনি বড়ো হওয়া ইত্যাদি যদি থাকে তাহলে আপনি একজন গাইনী বা গাইনেকোলজিস্ট দেখাতেই হবে। এখানে অবহেলা করবেন না।    তবে ভয়ের কিছু নে,  আপনি চাইলে সহবাস করতে পারে,  তবে ওখানে সেলাই করা হতে পারে।                                              
করেছেন Level 1
–2
সেলাই হয়েছে ১বছর হয়ছে হঠাত দেখি একটু ছিড়ে গেছে

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...