এরখম জগন্য কাজ করলে অবশ্যই গোনাহ হবে।আমি একটি উদাহারন দিচ্ছি , আপনার এলাকায় শুক্রবারের জুমার মুসল্লিদেরকে কারও বাড়িতে খাবারের দাওয়াত দেয়া হল ।যা শুধু জুমার নামাজের উপস্থিত নামাজিদের জন্যে। দাওয়াত রক্ষা করা একজন মুসলমানের উপর হক ।কিন্তু একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যিনি পাগল নয় , তিনি নামাজে যায় নি অথচ তিনি মাথায় টুপি লাগিয়ে যদি দাওয়াত খাওয়ায় সামিল হয় তাহলে কি তার কাজটা ঠিক হবে। কথা হল তিনি তো দাওয়াতের মেহমান হওয়ার কথা নয়। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।