203 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 7

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
প্রথমেই দোয়াটি বলে দিচ্ছি *হামদান কাচিরান তইয়িবান মুবারাকান ফি *এই পাক কালাম টি যে ব্যক্তি রুক্কু থেকে দাড়িয়ে মানে সামিয়াল্লাহ হুলিমান হামিদা ও রাব্বানা লাকাল হামদ্ পাঠ করার পরে পাঠ করবে তার জন্য আকাশে ৩০ জন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে যে কে কার চেয়ে বেশি সাওয়াব লিপিবদ্ধ করবে এবং আল্লাহর কাছে পৌছে দিবে।এই কথাটি আমরা আমল করার চেষ্টা করব এবং অপর ভাইকে জানাবো ইনশাআল্লাহ।আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন . আমিন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...