প্রথম কথা হলোঃ কোরআন, হাদিস, রাসুলাল্লাহ (সাঃ), সাহাবায়ে কেরাম - আমাদের মডেল। আমরা এঁদেরই অনুকরণ করবো। খুব প্রয়োজন ছাড়া এঁদের বাহিরে যাবো না। তো এখানে কি জিকিরের কম পরেছে? কত সুন্দর সুন্দর ফজিলতের জিকির! এগুলো রেখে আমাদের কি দরকার 'ইল্লা আল্লাহ' এর জিকির করার?
আর ইল্লা মানে ছাড়া, আল্লাহ মানে আল্লাহ। তাহলে ইল্লাল্লাহ মানে 'আল্লাহ ছাড়া'! এটা কিন্তু কোনো বাক্য হলো না। কারণ এখানে বাক্যের আকাঙ্খা গুনটি নেই। যেমন: 'আমি কলেজে গিয়ে......'
এখন আপনি বলতে পারেন এটা তো কোরআন এ আছে! ভাই, কোরআনে তো আবু লাহাবের নাম ও আছে! তাই কোরআনে থাকলেই তা জিকির হয় না।