আসসালামু আলাইকুম,
আমার প্রশ্ন হচ্ছে
যদি কেউ এভাবে আল্লাহকে বলে যে আমি তোমার নামে অপমানমূলক/শিরকমূলক কথা বলবো আর এর বদলে তুমি আমাকে এই শাস্তি দিবা এরপর যদি সে সেই অপমান/শিরকমূলক কথাগুলো বলে ফেলে অথবা আল্লাহ তায়ালার নামে অপমান/শিরকমূলক কথা বলে নিজের জন্য নিজেই শাস্তি চায় এবং পরবর্তীতে তার এ কাজের জন্য লজ্জিত ক্ষমা চায় তবে কি আল্লাহ তায়ালা তাকে কি উভয়ক্ষেত্রেই ক্ষমা করে দিবেন তার কামনাকৃত শাস্তিটি না দিয়েই?কোনোভাবে কি আল্লাহ তায়ালার কাছ থেকে যেকোনো ধরনের কামনাকৃত শাস্তি হতে কি রক্ষা পাওয়া যায়?রেফারেন্স সহ উত্তর দিলে উপকৃত হই!