148 বার প্রদর্শিত
"কম্পিউটার ও ইন্টারনেট" বিভাগে করেছেন Level 1

1 উত্তর

0 টি ভোট
করেছেন Level 7
ঈন্টারপ্রেটার হল এক প্রকার অনুবাধক প্রোগ্রাম।এটি কম্পাইলারের মতই উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে থাকে।যে অনুবাধক প্রোগ্রাম এক এক লাইন করে অনুবাধ করে এবং প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে ও ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়।ইন্টারপ্রেটার সৌর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না এটি লাইন নির্বাহ করে তাৎক্ষনিক ফলাফল প্রদর্শন করে ।

এ সম্পর্কিত কোন প্রশ্ন খুঁজে পাওয়া গেল না

নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...