ঈন্টারপ্রেটার হল এক প্রকার অনুবাধক প্রোগ্রাম।এটি কম্পাইলারের মতই উচ্চতর ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে থাকে।যে অনুবাধক প্রোগ্রাম এক এক লাইন করে অনুবাধ করে এবং প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে ও ভুল পাওয়া মাত্রই কাজ বন্ধ করে দেয়।ইন্টারপ্রেটার সৌর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না এটি লাইন নির্বাহ করে তাৎক্ষনিক ফলাফল প্রদর্শন করে ।