পিউপিল চোখের একটি অংশ চোখের মাঝের কালো অংশটি পিউপিল; সবুজ/ধূসর/বাদামী রঙের অংশটি আইরিস; এবং আইরিসের চারপাশে সাদা অংশটি স্ক্লেরা পিউপিল পরিবর্তনশীল আকারের গোলাকৃতি অংশ যা চোখের মাঝে অবস্থান করে। পিউপিল চোখের ভিতরে আলো যাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করে। চোখে আপতিত আলো ভিতরে টিস্যু দ্বারা শোষিত হওয়ায় আইরিসের রঙ দেখতে কালো। পিউপিল চোখের লেন্সে আলো প্রবেশের মাত্রা নিয়ন্ত্রণ করে। আলো উজ্জ্বল হলে এটি ছোট হয়ে যায় অন্যদিকে আলো মৃদু হলে বড় হয়ে আলো প্রবেশে সহায়তা করে। তথ্যসূত্র: উইকিপিডিয়া