527 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 1

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
ঘুম থেকে দেরিতে উঠলে যেকেনো লোকেরই, শরীর দুর্বল লাগবে। আমরা একটানা কয়েক ঘন্টা ঘুমালে, আমাদের গ্রহণ করা খাদ্যগুলো হজম হয়ে যায়। হজম হওয়ার পরও যদি আমার বিশ্রামে থাকি, তাহলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়। তাই হতে পারে আপনি ঘুমের থেকে দেরিতে উঠেন। সুতরাং, আপনি এখন থেকে ভোরের দিকে উঠে যাবেন এবং ফরজের নামাজের পর আবার ঘুমাবেন না। আশা করি, এই তাড়াতাড়ি সময়টুকুতে উঠলে আর এরকম হবে না। আপনি এই সময়ে উঠে একটু অঙ্গপ্রতঙ্গ সঞ্চালন অর্থাৎ ব্যায়াম করে সকাল নাশতা খাবেন। অতঃপর সতেজতা ফিরে পাবেন; দিনটাও ভালো লাগবে। ধন্যবাদ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...