লিম্ফোসাইট হলো এক প্রকার white blood cell বা WBC। WBC কে গঠনগতভাবে ও সাইটোপ্লাজমে দানার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১)অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহিন এবং ২)গ্রানুলোসাইট বা দানাসহ। লিম্ফোসাইট হলো দানাবিহিন এক প্রকার অ্যাগ্রানুলোসাইট। এর সাইটোপ্লাজম দানাহিন ও পরিষ্কার। দেহের লিম্ফনোড, টনসিল, প্লিহা অংশে এরা তৈরি হয়। এরা বড় নিউক্লিয়াসযুক্ত ছোট কণিকা। এরা দেহে anti body গঠন করে এবং এই anti body এর মাধ্যমে দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধংস করে। এভাবে দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়।