হ্যাঁ, আমাদের ভোলাতে আমরা করোনা মোকাবেলায় প্রস্তুত। আমরা যে যে পদক্ষেপ নিয়েছি ঃ ১. বারবার সাবান দিয়ে হাত ধোয়া, ২. অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হই না। বের হলেও মাস্ক পড়ে বের হই, ৩. হাঁচি-কাশি সময় টিস্যু বা রুমাল ব্যবহার করি, ৪. রোগবহনকারী প্রাণী যেমন ঃ সাপ, বাদুড় ইত্যাদি থেকে দূরে থাকি, ৫. মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাই, ৬. কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসি না, ৭. মানুষের ভীড়ের ভিতর যাই না, ৮. করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য নিজেরা দোয়া পড়ি এবং অন্যদের হাতেখড়ি শিখিয়ে দেই, ৯. যেকোনো মানুষ থেকে ৩ ফুট দূরে থাকি ইত্যাদি। আসিফ ভাই! আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, তা জানাবেন!