আপনি যদি এই নিয়তে মাস্ক পড়েন , তাহলে আল্লাহ্ যদি চান আপনাকে রক্ষা করবে এবং শিরককও হবে না," মহামারী আল্লাহ মানুষের দৈনন্দিন জঘন্য কর্মকাণ্ডের জন্য দিয়েছেন। আর এ থেকে হেফাজতকারীও তিনি নিজে। তাই মাস্ক পড়ার মাধ্যমে আল্লাহই হেফাজতে রাখবেন; মাস্কের কোনো ক্ষমতা নেই।" আর আপনি যদি নিচের কথা অনুযায়ী মাস্ক পড়েন, তাহলে আপনার শিরক হবেঃ "মাস্ক পড়া, হাত ধুলে, কারো সাথে না মিশলেই করোনা হবে না, আল্লাহর উপর ভরসা রাখলেন না। আল্লাহর কথা চিন্তা করলেন না। করোনা থেকে বাঁচার উপায়গুলোকে আল্লাহর সমতুল্য মনে করলেন"। আশা করি বুঝতে পেরেছেন। আমার কোনো ভুল হলে মন্তব্য করবেন।