তামিলনাডুর ১ অখ্যাত গ্রামে জন্ম নেয়া ২১ বছর বয়সী ভারতীয় মুসলিম ছাত্র রিফাত শারোক গোটা বিশ্বের মহাকাশ গবেষণায় পথ দেখাচ্ছেন। তার তৈরে স্যাটেলাইটের ওজন মাত্র ৬৪ গ্রাম। এই স্যাটেলাইট ২১ জুন, ২০১৭ সালে ওয়ালোপস আইল্যান্ড থেকে নাসার সাউন্ডিং রকেটের মাধ্যমে পাঠানো হয়েছে। ভারতে বসেই এটি বানিয়েছেন দ্বাদশ শ্রেণির ছাত্র রিফাত, যখন তার বয়স মাত্র ১৮। তামিলনাডুর গ্রামের বাসিন্দা রিফাত এই স্যাটেলাইটের নাম দিয়েছেন 'কালামস্যাট'।