খুলনা বিভাগীয় কমিশনা মো. আবদুস সামাদ ৮/৫/২০১৭ তারিখে খুলনা জেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন। তিনি বলেন, ১ আগস্ট, ২০১৬ থেকে প্রথমবারের মতো খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্রিয় সহযোগীতায় খুলনা বিভাগে ভিক্ষুকমুক্ত কর্মসূচি চলমান রয়েছে। খুলনা মহানগরসহ জেলার ৯টি উপজেলায় ৩,৪৯৭ জন ভিক্ষুক শনাক্ত করা হয়েছে। এর মধ্য ৩ ধাপে ৩,৪৬৩ জন ভিক্ষুককে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন উপকরণ ও রেশনিংয়ের আওতায় পুনবার্সিত করা হয়েছে। বাকি ৩০ জনের মধ্যে ৩ জন মারা গেছেন ও বাকি ২৭ জন উপকরণ সামগ্রী নিতে আসেননি।