খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো- খাদ্যশৃঙ্খল : ১. সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্যশৃঙ্খল বলে। ২. বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাকে প্রকাশ করে। ৩. একটি পরিবেশে কয়েকটি খাদ্যশৃঙ্খল থাকতে পারে। ৪. সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু। ৫. এখানে খাদক উৎপাদক, বিয়োজক একসঙ্গে নাও থাকতে পারে। খাদ্যজাল : ১. পরিবেশে বিদ্যমান খাদ্যশৃঙ্খলগুলো একটি অপরটিসাথে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে। ২. বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। ৩. একটি পরিবেশে একটি খাদ্যজাল থাকে। ৪. খাদ্যজালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়। ৫. এখানে খাদক, উৎপাদক, বিয়োজক এক সঙ্গে থাকে।