চিতা বাঘের গতির রহস্য ঃ ১ টি চিতা তার গতি তুলতে পারে সেকেন্ডে প্রাৎ ১০ মিটার। প্রথম ৩ লাফে এর গতি উঠে যায় ঘন্টায় ৬০ কিলোমিটারের বেশি! বিশেষভাবে তৈরি এর দেহ নিয়ে এটি ঘন্টায় সর্বোচ্চ প্রায় ১১২ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। ছোটার সময় এটিকে খুব একটা বাতাসের বাধায় পড়তে হয় না। এর কারণ-এর পাতালা শরীর, ছোট মাথা এবং চিকন লম্বা পা বাতাসের দ্বারা খুব একটা বাধাপ্রাপ্ত হয় না। পাশাপাশি দ্রুত দৌড়ানোর সময় শরীরে প্রচুর রক্ত পাম্প করার জন্য চিতার রয়েছে শক্তিশালী হৃৎপিণ্ড। এর বড় আকৃতির ফুসফুস বেশি বাতাস ধারণ করতে পারে, যা দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর লম্বা লেজটি দৌড়ানোর সময় দিক নিয়ন্ত্রণ এবং ওজনের ভারসাম্য রক্ষা করে। ফলে ঘণ্টায় ১০০ কিলোমিটার দৌড়ানোর সময় এর শরীর ঘুরে যায় না বা নিয়ন্ত্রণ হারায় না।