মৌমাছির বুদ্ধিমত্তা হলো এরা অঙ্ক বোঝে। মৌমাছি ছোট প্রাণী হলেও তাঁরা বুদ্ধিমান। এক গবেষণ জানা যাচ্ছে, মৌমাছির মগজ ছোট; কিন্তু তারা অঙ্ক বুঝতে পারে। ফ্রেন্স ন্যাশনাল সায়েন্টিফিক রিসার্চের বিজ্ঞানীদের মতে, মৌমাছিদের যোগ ও বিয়োগ বোঝার ক্ষমতা আছে। এর ফলে এরা চলার পথে জটিল কিছু বিষয় অধুধাবন করতে পারে। তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অঙ্কবিদ্যা কাজে লাগায়। এই প্রথম মেরুদন্ডহীন কোনো প্রাণীর মধ্যে অঙ্কবিদ্যা কাজে লাগানোর নজির পাওয়া যায়।মূলত দল বেঁধে চলার পথ ও মধু সংগ্রহে এই বিদ্যা কাজে লাগায় তারা। এর মাধ্যমে কোনো কিছুর রং ও আকার চিনতে মৌমাছির জন্য সহজ। (সূত্র: তথ্যকণিকা, মার্চ-2019)