কম্পিউটার ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করে থাকে: ১. কম্পিউটারে বা আইসিটি যন্ত্রে সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে। ২. ডেটা বিকৃত বা Corrupt করে দিতে পারে। ৩. কম্পিউটারে কাজ করার সময় আচমকা অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করাতে পারে। ৪. কম্পিউটার মনিটরের ডিসপ্লেকে বিকৃত বা Corrupt করে দিতে পারে। ৫. সিস্টেমের কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে।