জাবেদা হচ্ছে হিসাবচক্রের প্রথম স্তর। হিসাব-নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংগটিত লেনদেনসমূহ চিহ্নিত করে ডেভিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। জাবেদা হিসাব ২ প্রকার, যথাঃ ১. ব্যক্তি বাচক হিসাব : দেনাদার, পাওনাদার, ব্যাংক ইত্যাদি। (জাবেদা দাখিলা - যে পায়/গ্রহিতা হিসাব---ডেঃ, যে দেয়/দাতা হিসাব___ক্রেঃ); ২. অব্যক্তি বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব আবার ২ প্রকার। (ক) সম্পত্তি বাচক হিসাব: নগদান, যন্ত্রপাতি, আসবাবপত্র, বিনিয়োগ, ক্রয়, বিক্রয় ভূমী ও দালানকোঠা ইত্যাদি।। (জাবেদা দাখিলা ঃ যা আসা সম্পত্তি/আসলে ---ডেঃ, সম্পত্তি চলে গেলে-ক্রেঃ ) (খ). নামিক/আয় বাচক হিসাব:মজুরি, কমিশন, বেতন, ভাড়া ইত্যাদি। (জাবেদা দাখিলা ঃ সমস্ত লোকসান/ব্যায়-ডেঃ, সমস্ত লাভ/আয়---ক্রেঃ)