সাধারণত তাপমাত্রার কারণে পুরুষের অন্ডকোষ সংকোচিত এবং প্রসারিত হয়।অন্ডকোষে শুক্রানু উৎপাদন হয় যা পুরুষদের বাচ্চা উৎপাদনে কাজে লাগে। এই শুক্রানু উৎপাদনের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়।এই তাপমাত্রার হেরফের হলে শুক্রানু উৎপাদনে ব্যাঘাত ঘটে। যখন পরিবেশের তাপমাত্রা কমে যায় তখন অন্ডকোষ সংকোচিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং শরীর থেকে তাপমাত্রা গ্রহণ করার চেষ্টা করে।এই জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করার সময় অন্ডকোষ সংকোচিত হয়ে যায় এবং তুলনামূলক ছোট দেখায়।আবার যখন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় তখন অন্ডকোষ ঝুলে যায়।কারণ তখন অন্ডকোষের শরীর থেকে তাপমাত্রা নেওয়ার প্রয়োজন হয় না এবং এটি নিচের দিকে ঝুলে যায়।এইজন্য গরমকালে পুরুষদের অন্ডকোষ তুলনামূলকভাবে ঝুলে থাকে।