রেললাইন এ পাথর দেয়ার কারণ হচ্ছে যাতে করে রেলগাড়ি লাইনচ্যুত না হয় । রেললাইন মাটির উপর কাঠের অথবা স্লিপার মাটির উপর বসিয়ে তার উপর লাইন বসানো হয়। মাটি নরম হওয়াতে ট্রেন এর চলা চলের সময় রেল লাইন কে ঠিক জায়গায় স্থির রাখার জন্য পাথর ব্যবহার করা হয়। মূলত পাথর রেল লাইন কে লাইনচ্যুত হতে রক্ষা করে ।