একজন বান্দা একমাত্র সেজদাহের সময় আল্লাহর অতি নিকটে চলে যায়।আর হাত তুলে মুনাজাতের চেয়ে সেজদাহের সময় চাওয়াটাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন।সেজদাহের সময় আপনি আপনার মনের যাবতীয় চাওয়া চেয়ে নিতে পারেন তবে এগুলো ফরজ নামাজে সময় পাওয়া যায় না।আপনি সুন্নত্ নফল ওয়াজিব নামাজে দোয়া পাঠকরে নিতে পারেন আপনি করোনা সহ যাবতীয় রোগ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে পারেন এই দোয়াতে *আল্লা-হহুম্মা ইন্নি- আউযূবিকা মিনাল বারাসি ওয়াল জুনু-নি ওয়াল জুযা-মি ওয়ামিন - সাইয়িল- আসখয়ামি* আবার আপনি আপনার ইরকাল ও পরকাল দুটোরী মঙ্গল চেয়ে নিতে পারেন নিচের দোয়াতে *রাব্বানা- আ-তিনা ফিদদুনিয়া -হাসানাতাও ওয়াফিল- আখিরাতি হাসানাতাও ওয়াক্ষিনা অযাবান-নার।