পৃথিবীর ভেতরের স্তর ৩ টি, যথা ঃ ১. শিলামণ্ডল ঃ পৃথিবী পৃষ্ঠের নিচে পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর আছে, তাই শিলামণ্ডল। ২. গুরুমণ্ডল ঃ কেন্দ্রমণ্ডল ও শিলামণ্ডলের মাঝখানে গুরুমণ্ডল। এর বেশির ভাগই কঠিন। ৩. কেন্দ্রমণ্ডল ঃ পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় ৩,৫০০ কিলোমিটার ব্যাসার্ধের গোলাকার জায়গা হলো কেন্দ্রমণ্ডল ।