লিটমাস পেপার এক ধরনের নির্দেশক। এটি এসিড বা ক্ষারকে ডুবালে বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে, পদার্থটি এসিড না ক্ষারকে। অন্যদিকে এটি নিরক্ষেপ পদার্থে ডুবালে বর্ণের কোনো পরিবর্তন ঘটে না। লবণের দ্রবণে লিটমাস পেপার ডুবালে কাগজের রং বা বর্ণের কোনো পরিবর্তন হয় না। এজন্য লবণ নিরক্ষেপ পদার্থ।