প্রথম বাংলা অভিধান ঃ বাংলা ভাষার অভিধান রচনার প্রথম চেষ্টা করেন খ্রিষ্টান মিশনারি মানুএল দা আসসুম্পসাঁউ। তাঁর রচিত বাংলা-পর্তুগিজ ভাষার শব্দকোষ (Vocabulario em idioma Bengala e Portugez) গ্রন্থটি ১৭৪৩ খ্রিষ্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবোঁ (Lisbon) থেকে প্রকাশিত হয়। কিন্তু ১৮১৭ সালে প্রকাশিত রামচন্দ্র বিদ্যাবাগীম প্রণীত বঙ্গভাষাভিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়।