কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন গুলিকে তাদের ধর্ম, অবস্থান এবং শক্তিস্তরের ওপর ভিত্তি করে কিছু ব্লক বা শ্রেণীতে বিভক্ত করা হয়, এই শক্তিস্তর গুলিকেই একেকটি ব্লক বলে। যেমন- s, p, d, f এগুলি একেক টি ব্লকের নাম। এই ব্লক গুলি সাজিয়েই কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয়। 1s2, 2s2, 2p6..... এভাবে।