না, ভর ও ওজন এক নয়! ভর হলো কোনো বস্তুর মোট উপাদান। আর ওজন হলো কোনো বস্তুর ভর ও অভিকর্ষ ত্বরণের গুণফলের সমান। ওজন পেতে হলে অবশ্যই অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে। যেমনঃ আমার ভর যদি 62 হয়, তাহলে ওজন 62 হবে না। কারণ ওজন শুধু ভরের সমষ্টি নয়। এর সাথে আমার অভিকর্ষ ত্বরণ গুণ করতে হবে, অর্থাৎ 9.8m/s2 গুণ করতে হবে। আমার ওজন তখন হবে 607.6 নিউটন। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বুঝা যায় ভর ও ওজন একই জিনিস নয়।