নরসিংদীর বিখ্যাত স্থানগুলো হলো: ড্রিমল্যান্ড হলিডে পার্ক, উয়ারী – বটেশ্বর (বাংলাদেশের প্রাচীনতম বাণিজ্যকেন্দ্র ছিল নরসিংদীর বেলাবো উপজেলার উয়ারী বটেশ্বর।), শাহ ইরানি মাজারঃ বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নে অবস্হিত, ভাই গিরিশ চন্দ্র সেনের বাস্তুভিটাঃ পাঁচদোনা বাজার সংলগ্ল বুড়ারহাট গ্রামে, নরসিংদীতে ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ, সোনাইমুড়ি টেকঃ ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জেলার শিবপুর উপজেলায় অবস্হিত, রাজা নরসিংহের নরসিংদী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, লটকন বাগান (লটকন ফলের সীজনে , লটকন বাগান দেখতে যেতে পারেন নরংসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর।)