ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত প্রচলিত আছে। এস এম শাহনূর প্রণীত 'নামকরণের ইতিকথা' থেকে জানা যায়, সেন বংশের রাজত্বকালে এই অঞ্চলে অভিজাত ব্রাহ্মণকুলের বড়ই অভাব ছিল। যার ফলে এ অঞ্চলে পূজা অর্চনার জন্য বিঘ্নতা সৃষ্টি হতো। এ সমস্যা নিরসনের জন্য সেন বংশের শেষ লক্ষণ সেন আদিসুর কন্যাকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এ অঞ্চলে নিয়ে আসেন। সেই বাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নামকরণ ব্রাহ্মণবাড়িয়া হয় বলে, অনেকে বিশ্বাস করেন। অন্য মতানুসারে, দিল্লি থেকে আগত ইসলাম ধর্ম প্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহ এ শহর থেকে উল্লেখিত ব্রাহ্মম পরিবারকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন, যা থেকে ব্রাহ্মবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলা মনে করা হয়।