সমন্বয়ঃ দেহের ভিতরে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে সংযোগ রক্ষা এবং দেহের বাহ্যিক পরিবেশের(আলো,গন্ধ,স্বাদ,স্পর্শ) সাথে অভ্যন্তরীণ পরিবেশের(চাপ,তাপ,বিভিন্ন রাসায়নিক বস্তু) সম্পর্ক রক্ষা করাই হল সমন্বয়। সমন্বয় কার্যক্রমের জন্যে হরমোনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের ভুমিকা সবচেয়ে বেশি।উদ্ভিদের ক্ষেত্রে হরমোন আর প্রাণীর ক্ষেত্রে স্নায়ুতন্ত্র মূলত সমন্বয় কার্যক্রমে মুখ্য ভুমিকা রাখে। হরমোন-দেহের পরিস্ফুটন,বৃদ্ধি ও বিভিন্ন টিস্যুর কাজ নিয়ন্ত্রণ করে। স্নায়ুতন্ত্র-বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা,তাদের কাজে সুসংবদ্ধতা আনয়ন ও বিভিন্ন কার্যাবলির সমন্বয় সাধন করে।