505 বার প্রদর্শিত
"ধর্ম ও বিশ্বাস" বিভাগে করেছেন Level 8

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 7
*ইসলাম ও ইহুদি ধর্মে বেশ কিছু মিল আছে। আমি অল্প কয়েকটি এখানে উল্লেখ করে দিচ্ছি।*
* একত্ববাদ: মুসলিম ও ইহুদী উভয়কেই এক স্রষ্টায় বিশ্বাস করতে হয়।
* প্রার্থনা: ইহুদিরা দৈনিক তিনবার এবং মুসলিমরা দিনে পাঁচবার প্রার্থনা করেন।
* সংযম: বছরে নির্দিষ্ট কিছু দিন ইহুদিরা এবং এক মাস মুসলিমরা ধর্মীয় বিধি অনুযায়ী সংযম পালন করেন।
* তীর্থ: মুসলিমরা মক্কায় এবং ইহুদিরা জেরুজালেমে তীর্থ পালনে যান।
* দান: উভয় ধর্মেই সম্পদের নির্দিষ্ট একটি অংশ দরিদ্রদের মধ্যে দান করার বিধান রয়েছে৷
অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ইসলামের মৌলিক পাঁচটি বিধানের সাথেই ইহুদি ধর্মরীতির মিল রয়েছে।
*এবার আমি আরো কিছু সাধারণ মিল উল্লেখ করছি।*
* জেরুজালেম শহর উভয়ের কাছে পবিত্র বলে গণ্য।
* তীর্থে পবিত্র গৃহ ঘিরে সাতপাক দিতে হয়।
* উভয় ধর্মেই নবীদের আগমনে বিশ্বাস করেছে।
* ইহুদি ও মুসলিম পুরুষরা খতনা করেন।
* ইহুদি ও মুসলিম নারীদের মাথা ঢেকে রাখার নিয়ম রয়েছে।
* বিবাহ-বৈধ এমন নারী-পুরুষ একই কক্ষে একা অবস্থান নিষিদ্ধ।
* বিবাহে স্বামী কর্তৃক স্ত্রীকে মোহর দিতে হয়।
* বিবাহে দুইজন সাক্ষী আবশ্যক।
* শুকরের মাংস উভয় ধর্মেই নিষিদ্ধ।
* উভয়কেই হালাল এবং খোশার মেনে চলতে হয়।
* প্রাণী ঈশ্বরের নামে জবাই করে খেতে হয়।
* প্রার্থনার আগে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়।
* মেয়েদের ঋতুস্রাবের পর গোসল করতে হয়।
* মৃতকে গোসল দিতে হয়।
* মৃতকে পবিত্র শহর (মুসলিমদের মক্কা ও ইহুদিদের জেরুজালেম) অভিমুখী করে কবরস্থ করতে হয়।
করেছেন Level 7
এটাতো বোরা ওয়েবসাইটের উত্তর, তাই না?
করেছেন Level 7
কুয়োরা বোরা নয়।
করেছেন Level 7
ওহ্, দুঃখিত। আমারই শব্দটা খেয়াল করে উচ্চারণ করা হয় নি। তো যাহোক। আপনার দরকার ছিল উত্তরে কপি করা নিবন্ধনটি লিংক সংযুক্ত করা। তা না হলে, এটি কপিরাইট আইন ভঙ্গ করবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

5 টি উত্তর
1 উত্তর
17 জানুয়ারি 2019 "আইকিউ" বিভাগে জিজ্ঞাসা করেছেন শারিউল ইসলাম নাইম Level 7
1 উত্তর
28 সেপ্টেম্বর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন ebrahim Level 7
1 উত্তর
14 জুলাই 2021 "ধর্ম ও বিশ্বাস" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...