যেখানে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হয়, তাদের রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণঃ লোহার রড কিছুদিন বাইরে ফেলে রাখলে এর উপর মরিচা পড়ে এবং ধীরে ধীরে তা ক্ষয় হয়। এখানে লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে। এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা। তাহলে দেখা যাচ্ছে, লোহা পরিবর্তিত হয়ে ভিন্ন পদার্থ ফেরিক অক্সাইডে পরিণত হয়েছে। যার ধর্ম লোহার ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই এটা রাসায়নিক পরিবর্তন।