যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার-আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু নতুন পদার্থের সৃষ্টি হয় না, তাদেরকে ভৌত পরিবর্তন বলা হয়। উদাহরণঃ একটি বড় কাগজ কেটে যদি আমরা কয়েকটি ছোট টুকরায় পরিণত করি, তাহলে এটিকে ভৌত পরিবর্তন বলা যাবে। কারণ, এর ফলে কাগজের আকার শুধু ছোট হয়েছে, কিন্তু এটি একই পদার্থ রয়েছে এবং এর ধর্মের কোনো পরিবর্তন হয় নি।