আল্লাহ উপরিউক্ত প্রাণীগুলোসহ সকল মাখলুকাতকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এসব দ্বারা প্রয়োজনে উপকার নিতেও আল্লাহ্ কুরআনে অনুমতি দিয়েছেন। জমিনের ফসল ফলানোর জন্য হাল চালানো জরুরী বিষয়। গরু-মহিষ এর অন্যতম মাধ্যম। তাই প্রয়োজন পূরণে এদের ব্যবহার করা যাবে। পবিত্র কুরআনে সূরা বাকারায়ও এই বিষয়ে ইঙ্গিত দেওয়া রয়েছে। কোন বৈধ প্রয়োজনীয় কাজে প্রাণীকে কষ্ট দেওয়া গুনাহ্ হবে না। তবে অন্যায়ভাবে কোনো অবলা প্রাণীকে কষ্ট দেওয়া নিঃসন্দেহে গুনাহ্ হবে। [ সংগৃহীত]