খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থ বাইবেলে আছেঃ "এবং শুকর যদিও তাঁর খুর দ্বিখন্ডিত এবং খুরযুক্ত পদবিশিষ্ট। এমনকি সে চিবিয়ে খায়, যাবর কাটে না। তবু এটা অপরিচ্ছন্ন। তোমার জন্য"। তাছাড়া বিজ্ঞান বলে, শুকর কমপক্ষে ৭০টি রোগের উদ্ভব ঘটায়। এরকম উপযুক্ত নির্দেশ মেনে নিতে চাই না খ্রিষ্টানদের বর্বর লোকেরা। তাই তাঁরা আব্রাহামিক ধর্মানুসারী হওয়া সত্ত্বেও শুকর খায়।