বৃহস্পতির গ্যানিমেড সবচেয়ে বড় উপগ্রহ। আকারে বুধ গ্রহের চেয়েও বড়। এ উপগ্রহটি বৃহস্পতির চারদিকে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় সাত দিন। গ্যানিমেড যদি বৃহস্পতিকে কেন্দ্র না করে সূর্যকে কেন্দ্র করে ঘুরত তবে একে অবশ্যই গ্রহের মর্যাদা দেওয়া হতো। উপগ্রহগুলোর মধ্যে গ্যানিমেডের ভরই সবচেয়ে বেশি, চাঁদের চেয়ে যা প্রায় দুই দশমিক শূন্য দুই গুণ বেশি। প্রায় সমপরিমাণ সিলিকেট জাতীয় শিলা ও বরফ দিয়ে এ উপগ্রহটি গঠিত। গ্যানিমেডের পৃষ্ঠের ২০০ কিঃমিঃ নিচে বিপুল পরিমাণ লবণাক্ত পানি রয়েছে বলে ধারণা করা হয়।