শারীরিকভাবে পুরুষেরা নারীদের চাইতে বেশি শক্তিশালী। তবে ওভারঅল নারী-পুরুষ কেউই কারো চাইতে শক্তিশালী নয়, অর্থাৎ উভয়েই সমান। তবে একজনকে প্রকৃত মানুষ হওয়ার জন্য কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট পূরণ করতে হয়। যেমন: সৃষ্টিকর্তার উপাসনা, মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা। তবে নারী-পুরুষ উভয়ের মধ্যেই কিছু অমানুষ রয়েছে যা তার আচার-ব্যবহার দেখেই বুঝে নিতে হবে। অতএব, নারী বলে যে নিজেকে ছোট মনে করে আর পুরুষ বলে যে নিজেকে বড় মনে করে তারা দুজনে কেউই এখনও পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারেনি।