আইসোটোপ: যেসব পরমাণুর ভরসংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা একই তাদের আইসোটোপ বলা হয়। যেমন কার্বনের তিনটি আইসোটোপ হচ্ছে: কার্বন-১২, কার্বন-১৩ এবং কার্বন-১৪। এদের সবার কেন্দ্রে পারমাণবিক বা প্রোটন সংখ্যা ৬ হলেও নিউটন সংখ্যা যথাক্রমে ৬,৭ এবং ৮। তাই এদের রাসায়নিক ধর্ম একই রকম হলেও পারমাণবিক ভর আলাদা। কার্বন-১২: ৬টি প্রোটন ও ৬টি নিউটন কার্বন-১৩: ৬টি প্রোটন ও ৭টি নিউটন কার্বন-১৪: ৬টি প্রোটন ও ৮টি নিউটন