176 বার প্রদর্শিত
"মতামত" বিভাগে করেছেন Level 8

2 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 8
দশটি অভ্যাস তো হবে না।তবে দুই তিনটি অভ্যাস নিয়ে বলতে পারি,যেগুলি আমার জীবনে প্রভাব ফেলেছে।

১) যেখানে সেখানে ময়লা,থুথু না ফেলা,ফুটওভার ব্রিজ ব্যবহার করা।আমি দুই একবছর আগেও যেখানে সেখানে ময়লা,থুথু ফেলতাম, ফুটওভার ব্রিজ ব্যবহার করতাম না।এখন তা আর করি না।আমি লক্ষ্য করেছি এই দুই একটি ছোট ছোট অভ্যাস আমার মধ্যে দেশপ্রেম বাড়িয়ে দিয়েছে।আমি এখন একটা ভালো অনুভূতি পাই। দেশ নিয়ে ভাবি,দেশের পরিবর্তন নিয়ে ভাবি। দেশের সকল আইনকানুন সর্বদা মেনে চলার চেষ্টা করি।

২)নেগেটিভ চিন্তাভাবনা।সবকিছুতে নেগেটিভ চিন্তাভাবনা আমাকে সামাজিক এবং মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল। আমি এখন পজিটিভ ভাবে চিন্তা করার চেষ্টা করি। আমি লক্ষ্য করেছি আমি এখন আগের থেকে মানসিক ভাবে শান্তিতে আছি।

৩) ইংরেজি মুভি দেখা।বর্তমান যুগে ইংরেজি না বুঝলে পদে পদে সমস্যা। প্রতি সপ্তাহে অন্তত দুই একটি ইংরেজি মুভি দেখার চেষ্টা করি।আমি লক্ষ্য করেছি আমি এখন আগের থেকে ভালো ইংরেজি বুঝতে পারি।
+1 টি ভোট
করেছেন Level 6
1. সালাত আদায়

2. আলেমদের লেকচার শোনাা বা বই পড়া

3. ইংরেজিতে চ্যাটিং 

4. নিজের প্রতি খারাপ মনোভাব বাদ

5. ইউটিউবে ভিডিও লেকচার দেখা

6. আত্ম উন্নয়ন মূলক ও মটিভেশনাল বই  পড়া

7. অনলাইন কোর্স

ইত্যদিি। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

4 টি উত্তর
5 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...