রাসূল হলেন মহান আল্লাহ তায়ালা কর্তৃক প্রেরিত বার্তাবাহী ব্যক্তি। ইসলামের দৃষ্টিতে রাসূল বলতে মূলত তাদেরকেই বোঝানো হয়, যারা আল্লাহর কাছ থেকে কিতাব বা পুস্তক প্রাপ্ত হয়েছেন। হাদিস সহ অন্যান্য ইসলামী বইয়ে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা বলা হয়েছে। এদের মাঝে সকলেই কিতাব প্রাপ্ত হন নি। যারা কিতাব প্রাপ্ত হয়েছেন, তারাই শুধু রাসূলের খেতাব পেয়েছেন। অর্থাৎ, সকল রাসূল-ই নবী কিন্তু সকল নবী-ই রাসূল নন। কোরআন অনুযায়ী, আল্লাহ মানবজাতির নিকট বহু নবী-রাসূল প্রেরণ করেছেন। ইসলাম ধর্মানুসারে, সকল নবী ও রাসূলের মাঝে শ্রেষ্ঠ রাসূল বলে ধরা হয় হযরত মুহাম্মাদ (সাঃ) কে। ইসলাম ধর্ম অনুসারে তিনিই শেষ নবী এবং তার পরে আর কোনো নবী আসবে না।