আলবার্ট আব্রাহাম মাইকেলসন (১৯শে ডিসেম্বর ১৮৫২ - ৯ই মে ১৯৩১) পোল্যান্ডে জন্মগ্রহণকারী মার্কিন পদার্থবিদ।তিনি আলোর গতিবেগ পরিমাপের জন্য বিশেষ করে মিকেলসন-মোরলে পরিক্ষনের জন্য পরিচিত।তিনি ১৯০৭ সালে নোবেল পুরুষ্কার লাভ করেন।তিনি প্রথম আমেরিকান যিনি বিজ্ঞানে নোবেল পুরুষ্কার লাভ করেন।