আল-মাসুদীঃ আবু আল-হাসান আলী ইবন আল হুসেন ইবনে আলী আল-মাস'উদী (আরবি أبو الحسن علي بن الحسين بن علي المسعودي অনুবাদ: আবু আল-হাসান ʿআলী ইবন আল-হুসেন ইবনে ʿআলী আল-মাসʿউদি) (জন্মঃ ৮৯৬ খ্রিস্টাব্দ, বাগদাদ - মৃত্যুঃ সেপ্টেম্বর ৯৫৬ খ্রিস্টাব্দ, কায়রো, মিশর)। তিনি ছিলেন একজন মুসলিম ইতিহাসবিদ এবং ভূগোলবিদ। তাঁকে অনেক সময় আরবের হেরোডোটাস হিসেবে উল্লেখ করা হয়। মুসলিম পণ্ডিত (আবু আল-হাসান আলী ইবন আল-হুসেন আল-মাসুদী):- উপাধি : আল-মাসুদী। জন্ম : ২৮২-২৮৩ হিজরি/ ৮৯৬ খৃষ্টাব্দ। মৃত্যু : জুমা উল-সানি, ৩৪৫ হিজরি/ সেপ্টেম্বর ৯৫৬ খৃষ্টাব্দ। যুগ : ইসলামী স্বর্ণযুগ। মূল আগ্রহ : ইতিহাস এবং ভূগোল। লক্ষণীয় কাজ : মুরুয আয-যাবাব ওয়া মাআ'দিন আয-যওহার (“স্বর্ণ উপত্যকা এবং রত্নগিরি ”) আত-তাম্বীহ ওয়াল-ইশরাফ ("সতর্কবাণী এবং পর্যালোচনা")।