বিজ্ঞানী আরিস্তারকুস ৩১০ খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন। আরিস্তারকুস গ্রিক জ্যোতির্বিজ্ঞানী, যিনি প্রথম উল্লেখ করেনঃ পৃথিবী নিজের অক্ষের উপর এবং সূর্যের চারদিকে ঘুরছে। তিনি গাণিতিকভাবে জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন করেন এবং জ্যামিতিক পদ্ধতির সাহায্যে চন্দ্র ও সূর্যের আপেক্ষিক আকার এবং পৃথিবী থেকে এদের আপেক্ষিক দূরত্ব নির্ণয় করেন।