যেহেতু আপনি একজন ছেলে। তাই বয়ঃসন্ধিকালে ছেলেদের কিছু লক্ষণ দেখে বোঝা যায়, নিজের বয়ঃসন্ধিকাল শুরু হয়েছে কীনা। লক্ষণগুলো এই যে, ১.উচ্চতা দ্রুত বাড়ে। ২.অস্থি ও পেশি শক্ত হয় এবং বৃদ্ধি পায়। ৩.ওজন বাড়ে। ৪.বুক ও কাঁধ চওড়া হয়।৫.হালকা গোপের রেখা দেখা যায়। ৬.ব্রন উঠে।৭. লিঙ্গের চারপাশে ও বগলের নিচে চুল গজায়।৮, গলার স্বর ভেঙ্গে যায় ও ভারি হয়। ৯.অন্ডকোষ ও লিঙ্গের আকার বৃদ্ধি পায়। ১০.স্বপ্নদোষ হয়। ধন্যবাদ।