থেলিস ৬২৪ খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ৫৪৮ খ্রিটপূর্বে। তিনি প্রাচীন গ্রিক গণিতশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং দর্শনের জনক হিসেবে নন্দিত। তার মাত্র দুটি উক্তি অক্ষত অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছেছে। একটি হলোঃ “সবকিছুই ঈশ্বরে পরিপূর্ণ” এবং অন্যটি “সবকিছুর আদিমতম উপাদান হচ্ছে জল”। সূত্রঃ Wikipedia