আমাদের দেশে প্রায় সকল বানির্জিক ব্যাংকেই হিসাব খুলার সিস্টেম প্রায় একই। নিচে চলতি ও সন্চয়ি হিসাব খুলার ধাপ গুলো দেয়া হল ১ .আবেদন ফরম সংগ্রহ। ২. আবেদন ফরম পূরণ। ৩. নমুনা স্বাক্ষর কার্ড পূরণ। ৪. পরিচায়ক। ৫ ,প্রয়োজনীয় দলিলপত্র সংযোজন । ৬ .আবেদন ফরম ও নমুনা স্বাক্ষর কার্ড জমাদান। ৭ ,জমা রসিদ সংগ্রহ ও প্রাথমিক আমানত জমাদান। ৮. চেক বই সংগ্রহ। আর স্থায়ি হিসাব খুলার পদ্ধতি হলো ১ .আবেদন ফরম সংগ্রহ। ২. ফরম পূরণ ও জমাদান। ৩ অর্থ জমা ও স্থায়ী আমানতের রশিদ সংগ্রহ ।