খ্রিষ্টপূর্ব সময় থেকেই পৃথিবীতে ব্যাংকের ধারণা ছিল। তবে মধ্যযুগে এবং রেনেসাঁর পূর্বে ব্যাংক ব্যবস্থা বিকশিত হয়। খ্রিস্টপূর্ব ৬০০ সালে চীন দেশে প্রতিষ্ঠিত 'শান্সী ব্যাংক' প্রতিষ্ঠিত হয় যা বিশ্বের প্রথম ব্যাংক হিসেবে পরিচিত। ১১৫৭ সালে ভেনিস সরকারের প্রচেষ্টায় 'ব্যাংক অব ভেনিস' প্রতিষ্ঠা করা হয়, যা বিশ্বের প্রথম সংগঠিক ব্যাংক হিসেবে পরিচিত।