কাচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রনালীর মাধ্যমে মাধ্যমিক বা চুড়ান্ত দ্রব্যের রুপান্তরের প্রত্রিুয়াকে শিল্প বলা হয় । শিল্প চার প্রকার—(ক) বৃহৎ শিল্প : এই শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ১০ কোটি টাকার অধিক এবং ১০০ জনেরও অধিক শ্রমিক কাজ করে । (খ)মাঝারী শিল্প : এই শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ১০ কোটি টাকার কম এবং ২৫ হতে ১০০ জন শ্রমিক কাজ করে ।(গ) ক্ষুদ্র শিল্প : এই শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ১.৫০ কোটি টাকা এবং২৫ জনেরও কম শ্রমিক কাজ করে। (ঘ) কুঠির মিল্প : এই শিল্পে বিদ্যুৎ ব্যবহার ছাড়াই শুধুমাত্র পরিবারের সদস্যগন ঘরে বসে উৎপাদন কাজে নিয়োজিত থাকে ।