শীতকালে মরীচিকা দেখা যায় না। কারণ মরীচিকা দেখতে হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে হয় তথা আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হয়। কিন্তু শীতকালে উপরের চাইতে নিচের বায়ুস্তর ঘন থাকে তাপমাত্রা কম থাকার কারণে। অর্থাৎ আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে ফলে আর মরীচিকা সৃষ্টি হতে পারে না। [আপনার এ প্রশ্নটি ভুল। কেননা যেখানে তীব্র শীত পড়ে বা বরফ পড়ে সেখানেও মরীচিকা সৃষ্টি হয়। তবে সেটা নিম্ন মরীচিকা নয়, ঊর্ধ্ব মরীচিকা। ২০১২ সালের নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান বইটি দেখতে পারেন।]