এবি ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে আপনার স্টুডেন্ট আইডি কার্ড,জন্মনিবন্ধন সনদ,ছবি,নমিনীর ন্যাশনাল আইডি কার্ড ও ছবি এসব নিয়ে নিকটস্থ এবি ব্যাংকে যোগাযোগ করুন। আপনাকে চেক বই এবং ডেভিড কার্ড দেওয়া হবে।ডেভিড কার্ড দিয়ে আপনি বিদেশী পন্য ডলারে কিনতে পারবেন।তবে এরজন্য আপনার পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্টের মাধ্যমে কার্ডটি এনডোর্স করতে হবে।পাসপোর্ট না থাকলে শুধুমাত্র লোকাল কারেন্সি অর্থাৎ টাকাতে লেনদেন করতে পারবেন। এছাড়া মুনাফা পাবেন ৪% করে যেটা ৬ মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকে। স্টুডেন্ট একাউন্টের মধ্যে এবি ব্যাংক আমার কাছে অনেক ভালো মনে হয়।